English
শনিবার ২৭ এপ্রিল ২০২৪
...

যুক্তরাষ্ট্রে করোনায় মৃত্যু: গত একদিনে ১,৭৮৩ জন

করোনা ভাইরাস

নিউইয়র্ক, ১০ এপ্রিল ২০২০, শুক্রবারঃ যুক্তরাষ্ট্রে মহামারি করোনা ভাইরাসে গত ২৪ ঘণ্টায় প্রাণ হারিয়েছে ১ হাজার ৭৮৩ জন মানুষ। বৃহস্পতিবার নিউইয়র্ক সময় রাত সাড়ে ৮টায় এ তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্রের জন হপকিন্স বিশ্ববিদ্যালয়।

যুক্তরাষ্ট্রের মৃতের এ সংখ্যা আগের দিনের মৃতের সংখার চেয়ে কম। আগের দিন দেশটিতে করোনা ভাইরাসে ১ হাজার ৯৭৩ জনের মৃত্যু ঘটে। এ যাবৎ যুক্তরাষ্ট্রে কোভিড-১৯ ভাইরাসে প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৬ হাজার... ৪৭৮ জনে। আর সারাবিশ্বে   করোনায় আক্রান্তের সংখ্যা ১৬ লাখ ৪২৭ জনে দাঁড়িয়েছে এবং মারা গেছে ৯৫ হাজার ৬৯৯ জন। জীবন যুদ্ধে জয়ী হয়ে সুস্থ হয়ে উঠেছেন ৩ লাখ ৫৪ হাজার ৬ জন।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মহামারী বিষয়ক উপদেষ্টা অ্যান্থনি ফাউসি সতর্ক করে দিয়ে বলেছেন, "দ্বিতীয় ধাপে করোনা সংক্রমণের আশঙ্কায় রাতারাতি আমেরিকার সবকিছু উন্মুক্ত করে দেওয়া যায় না। তবে এটা গ্রীষ্মকালীন মাসগুলোতে সচল হতে পারে।"




মন্তব্য

মন্তব্য করুন